১. খেলাধুলা করবে কেননা এটা শেখাবে কিভাবে সম্মানের সাথে জেতা যায়, শোভন ভাবে হারা যায়, ঊর্ধ্বতনকে সম্মান করা যায়, অন্যদের সাথে কাজ করা যায়, সময়ানুবর্তী হওয়া যায় এবং সমস্যা মুক্ত থাকা যায়। এবং এমনকি হয়তোবা ছুঁড়ে দেয়া ও লুফে নেয়া। ২. ভুল ধরার চেয়ে নমনীয় হবে কেননা তোমাকে তা ধৈর্যশীল করবে। ৩. নবীন বয়সে অর্থ সঞ্চয় করবে কারণ পরবর্তীতে কোন একদিন তা দরকার পরতে পারে। ৪. ডিস ওয়াশার, ওভেন, ওয়াসিং মেশিন, আয়রন, ভ্যাকুয়াম, মপ এবং ঝাড়ু সম্পর্কে আমার কাছ থেকে জেনে নাও। এরপর...

